হৌথি বিদ্রোহীরা ইয়েমেন সরকার নিয়ন্ত্রিত মারিব শহরের দিকে অগ্রসর হওয়ার সময়, সৌদি জোট বাহিনীর তাদের ওপর হামলা চালায়I এ ছাড়াও জোট বাহিনী কয়েকটি হৌথি লক্ষ্যবস্তুর ওপর রাত্রিকালীন অভিযান চালিয়েছেI হৌথি বিদ্রোহীরা মারিব যাওয়ার পথে কৌশলগত সাফল্য দাবি করে এবং আবেদ রাবো মনসুর হাদির নিয়ন্ত্রণে থাকা তেল উৎপাদনকারী অঞ্চলটি ঘিরে ফেলেছেI তবে সৌদি মাধ্যমে তাদের বড় মাপের ক্ষয়ক্ষতির কথা জানানো হয়I
সৌদি জোট দক্ষিণাঞ্চলীয় শহর, খামিস মুসাইট শহরের ওপর রাত্রিকালীন সশস্ত্র ড্রোন হামলা প্রতিহত করেছেI সৌদি পররাষ্ট্রমন্ত্রী, আদেল আল জুবাইর মাধ্যমকে জানান তাদের আরামকো'র বিরুদ্ধে হামলা ইরান থেকে চালানো হয়েছে, ইয়েমেন থেকে নয়I