অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানের তালেবানরা সরকারের সঙ্গে শান্তি আলোচনা করছে ।


পাকিস্তানের তালেবানরা সরকারের সঙ্গে শান্তি আলোচনা করছে ।
পাকিস্তানের তালেবানরা সরকারের সঙ্গে শান্তি আলোচনা করছে ।

পাকিস্তানি তালেবানের এক শীর্ষ নেতা বলেছেন চরমপন্থী গ্রুপ সরকারের সঙ্গে শান্তি আলোচনা শুরু করেছে।

ডেপিউটি তালেবান কম্যান্ডার মৌলভী ফাকির মোহাম্মদ শনিবার সাংবাদিকদের বলেছেন আলোচনা সঠিক দিকে এগুচ্ছে এবং তাদের সংগঠন শীঘ্রই কর্তৃপক্ষের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিতে সাক্ষর করতে পারে।

মোহাম্মদ বলেন যে কোন চুক্তি বাদবাকি সীমান্ত এলাকার জন্য রোল মডেল বা অনুকরনীয় আদর্শ হিসেবে দেখা হবে।

সংবাদ বিশ্লেষক - ভাস্যকার , করাচী নিবাসি মাসকাওয়াত আহসান মনেকরেন , কোনো রফা হয়ে গেলে পাকিস্তানের তালেবানরা পার্শ্ববর্তী আফগানিস্তানের তালেবানদের সঙ্গে জোটবদ্ধ হবার সুযোগ পেয়েযেতে পারে - নিজেদেরকে পূনর্গঠিত করারও সময় পেয়েযেতে পারে । এ মন্তব্য তিনি করেন ভয়েস অফ এ্যামেরিকার সঙ্গে এক সাক্ষাত্কারে ।

XS
SM
MD
LG