অ্যাকসেসিবিলিটি লিংক

গণপিটুনিতে হত্যাকান্ডের ঘটনা বাংলাদেশে প্রায় নিত্যদিনকার বিষয় হয়ে দাঁড়িয়েছে


গণপিটুনিতে হত্যাকান্ডের মতো ভয়ংকর ও বিপজ্জনক সমস্যাটি বাংলাদেশে প্রায় নিত্যদিনকার ঘটনা হয়ে দাড়িয়েছে বেশ কয়েক বছর ধরে। আইন শালিস কেন্দ্র, অধিকারসহ মানবাধিকার সংগঠনগুলোর তথ্য মোতাবেক ২০১৫-এর ১৩৫ জনসহ গত ছয় বছরে গণপিটুনিতে নিহত হয়েছেন কমসে কম ৮৫৭ জন। আর গত ১৬ দিনে নিহত হয়েছেন ৮ জন - যার মধ্যে মঙ্গলবারই রাজশাহী এবং নরসিংদীতে কথিত ডাকাত ও চোর সন্দেহে নিহত হন ২ জন। আইন শৃংখলা রক্ষাবাহিনী প্রায় সব ক্ষেত্রেই নিহতের পরিচয় গোপন করে কথিত ডাকাত বা চোর ও জনরোষ শব্দগুলো ব্যবহার করে থাকে। মানবাধিকার সংগঠনগুলো এবং বিশেষজ্ঞগণ বলছেন, আইন শৃংখলা রক্ষাবাহিনীর ভূমিকা ও বিচার প্রাপ্তির ব্যাপারে আস্থাহীনতার কারণে মানুষ আইন হাতে তুলে নিতে বাধ্য হচ্ছে। এ সম্পর্কে বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক এবং অপরাধ বিশেষজ্ঞ শেখ হাফিজুর রহমান।

আইন শৃংখলা রক্ষাবাহিনীও মাঝে মাঝে গণপিটুনিতে ইন্ধন দিয়ে থাকে এমন অভিযোগ রয়েছে মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে।...ঢাকা থেকে আমীর খসরু

XS
SM
MD
LG