অ্যাকসেসিবিলিটি লিংক

ঘূর্ণিঝড় ম্যাথিউ আসছে প্রবল বেগে


হাইতি ও কিউবায় তান্ডবলীলার নজির রেখে ঘূর্ণিঝড় ম্যাথিউ যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় এলাকায় প্রবল বেগে ধেয়ে আসছে I এই ঘূর্ণিঝড়ের আঘাতে ডোমিক্যান রিপাবলিক এ কমপক্ষে নয় জন প্রাণ হারিয়েছেন I বুধবার এই ঘূর্ণিঝড়টি বাহামার উপকূলে আছড়ে পড়ে I মায়ামির আবহাওয়াবিদরা জানিয়েছেন ঘূর্ণিঝড় ম্যাথিউ ফ্লোরিডার বহু এলাকায় আঘাত হানতেপারে; যার প্রভাবে ভারী বর্ষণ ও প্লাবনের আশংকা রয়েছে I

আবহাওয়াবিদরা পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে আগামী দুদিন প্রতিকূল আবহাওয়ার পূর্বাভাস দিয়েছেন I

XS
SM
MD
LG