অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী কাতার সফরে গেলেন


যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিস এখ কাতারে একটি অঘোষিত সফরে রয়েছেন। তিনি সেখানে কাতারের আমির এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সব চেয়ে বড় সামরিক ঘাঁটিতে কাতারের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। ম্যাটিস বৃহস্পতিবার কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে গিয়ে পৌঁছান।

এর দিন কয়েক আগেই কাতারের আমির তামিম বিন হামাদ আল সানি , জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া তাঁর ভাষণে , তাঁর দেশ এবং চারটি আরব রাষ্ট্রের মধ্যকার সংকট মোচনের লক্ষে নিঃশর্তে সংলাপের আহ্বান জানান।

এ বছর জুন মাসে সৌদি আরব , মিশর, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত কাতারের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে এবং উগ্রবাদিদের সমর্থন করার অভিযোগে সে দেশটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। কাতার উগ্রবাদ সমর্থনের কথা অস্বীকার করে বলেছে যে এই সংকট আসলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।

সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কাতারের আমিরের সঙ্গে এক পার্শ্ববৈঠকে বসেন এবং সংবাদদাতাদের বলেন যে এই সংকট দ্রুতই কেটে যাবে বলে তাঁর দৃঢ় বিশ্বাস রয়েছে। ট্রাম্প সংকট নিরসনে মধ্যস্থতারও প্রস্তাব দেন।

প্রতিরক্ষা মন্ত্রী ম্যাটিস আফগানিস্তানে তাঁর সফর শেষে কাতারে গিয়ে পৌঁছান। আফগানিস্তানে তিনি সে দেশের প্রেসিডেন্ট আশরাফ গণি এবং প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহর সঙ্গে বৈঠক করেন।

XS
SM
MD
LG