অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর কোরিয়ার আগ্রাসি পরমাণু অস্ত্র সম্পর্কে ম্যাটিসের হুশিয়ারি


যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী বলছেন , যুক্তরাষ্ট্র কখনই পরমাণু অস্ত্র সজ্জিত উত্তর কোরিয়াকে মেনে নেবে না।

সোওলে আজ জিম ম্যাটিস বলেন যে উত্তর কোরিয়ার আগ্রাসী পরমাণু অস্ত্র ও ক্ষেপনাস্ত্র তৈরিরর কর্মসূচি ঐ বিচ্ছিন্ন রাষ্ট্রটির নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে তার নিরাপত্তা আরও খর্ব করছে।

ম্যাটিস উত্তর কোরিয়াকে সতর্ক করে দেন যে তার সামরিক শক্তি , যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক শক্তির ধারে কাছে নেই। ম্যাটিস উত্তর কোরিয়ার উদ্দেশ্যে পরিস্কার ভাবে বলেন , এ ব্যাপারে কোন রকম ভুল করবেন না। যুক্তরাষ্ট্র কিংবা আমাদের মিত্র দেশগুলোর ওপর যে কোন ধরণের হামলা পর্যদূস্ত করা হবে এবং উত্তরের পরমাণু অস্ত্র ব্যবহারের জবাব হবে প্রচন্ড এবং কার্যকর সামরিক ব্যবস্থা।

মন্ত্রী বলেন যে তাঁর এশিয়া সফরে পুরো সপ্তা ধরে তিনি আবারো বলেছেন , উত্তর কোরিয়াকে কুটনৈতিক ভাবে মোকাবিলা করাটাই হচ্ছে যথার্থ পদ্ধতি।

ম্যাটিস এবং যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জোসেফ ডানফার্ড আজ দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা বিভাগের কর্মকতাদের সঙ্গে বার্ষিক পরামর্শক বৈঠক করেন । দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায় ইন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর এটি ছিল নিরাপত্তা বিষয়ক পরামর্শক কমিটির প্রথম বার্ষিক বৈঠক।

XS
SM
MD
LG