অ্যাকসেসিবিলিটি লিংক

 ম্যাক্স ৭৩৭ বোয়িং বিমানের পরীক্ষামূলক উড়ান 


বিশ্বের শীর্ষ বিমান প্রস্তুতকারী সংস্থা, বোয়িং'র ৭৩৭ বিমান বহরকে ইথিওপিয়া ও ইন্দোনেশিয়ায় দুটি মর্মান্তিক দুর্ঘটনার পর, আকাশে উড়তে দেয়া হয় নিI দুটি দুর্ঘটনায় ৩৪৬ জনের প্রাণনাশের পর. কেন্দ্রীয় পরিবহন প্রশাসনের প্রধান, স্টিভ ডিকসন বলেছিলেন, প্রযুক্তিগত উন্নয়ন সাধনের পর, পুনরায় উড়ানের সার্টিফিকেট পেলেই শুধু, বিমানগুলি আকাশে আবার উড়তে পারবেI

স্টিভ ডিকসন নিজেও একজন সামরিক ও বাণিজ্যিক পাইলট, তাই নিজে চড়ে, পরখ করে, যদি আস্বস্ত হন,তবে বিমানগুলি আবার আকাশে উড়তে পারেI

বুধবার অন্যান্য প্রকৌশলী ও বিমান পাইলটদের নিয়ে তিনি দু ঘন্টার আকাশ উড়ানে অংশ নেন এবং বিমানটির নকশা ও অন্যান্য উন্নত প্রযুক্তির খুঁটিনাটির পরীক্ষা চালানI
সবকিছু ঠিক থাকলে, এ বছরের শেষ নাগাদ আবার আকাশের মুখ দেখবে, চৌকষ ৭৩৭ ম্যাক্সের বিমানগুলিI

XS
SM
MD
LG