অ্যাকসেসিবিলিটি লিংক

মেক্সিকোতে ভূমিকম্পে নিহত অন্তত ২১৭ জন


মেক্সিকো সিটি ও আশপাশের অঞ্চলগুলোয় সাত দশমিক এক মাত্রার মহা বিপর্যয়কর ভূমিকম্প আঘাত হানার পর প্রাণে বেঁচে গিয়েছেন বলে আশা করা হচ্ছে যাঁদের ব্যাপারে সেই তাঁদের খোঁজে উদ্ধার কর্মীরা এখন জোর তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন, চালিয়ে যাচ্ছেন উদ্ধার কর্মকান্ড।

ভূমিকম্পে ডজন কে ডজন ঘরবাড়ি, ভবন, অট্রালিকা ধসে পড়েছে। আশংকা করা হচ্ছে, এতে মৃতের সংখ্যা হবে কম হলেও ২১৭ জন।

স্বরাষ্ট্রমন্ত্রী মিগেল ওসোরিয়ো চং বলেছেন, প্রাণে বেঁচে যাওয়া আর কেউই বাকি নেই, এরকমভাবে নিশ্চিত না হওয়া পর্যন্ত মেক্সিকোর সশস্ত্র বাহিনী ও পুলিশ দল উদ্ধার কাজ চালিয়ে যাবেন।

মৃতের সংখ্যা আগে যা বলা হয়েছিল মেক্সিকোর সিভিল ডিফেন্স এজেন্সীর প্রধান লুই ফিলিপে পুয়েনতে সে সংখ্যার সঠিক মাত্রা নির্ধারণ করে বলছেন, সঠিক সংখ্যা হিসেবে দু’শ সতেরো বলেই নিশ্চিতভাবে জানা গিয়েছে। ভূমিকম্পের কেন্দ্র বিন্দু ছিলো মেক্সিকো সিটি থেকে ১২৩ কিলোমিটার দুরের পেবলোতে।

XS
SM
MD
LG