অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়ায় , ভ্লাদিমির পুটীন ও রাশিয়ার গদ্দিনশীন প্রেসিডেন্ট ডিমিত্রি মেদবিয়েদেভ মস্কোয় হাজার হাজার মানুষের সঙ্গে মিছিলে যোগ দেন ।


সারা বিশ্বের শহর নগরে লক্ষ লক্ষ শ্রমিক-মজদুর আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করছেন উচ্চতর বেতন এবং উন্নততর কর্ম পরিবেশের দাবীর মধ্যে দিয়ে । এশিয়ায় , থাইল্যান্ড –বাংলাদেশ-ইন্দোনেশিয়ার রাজধানী শহরগুলোয় লক্ষ লক্ষ মানুষ সমাবেশে জমায়েত হন এই মে’ দিবস উপলক্ষে । এশিয়া মহাদেশেরে ভেতর সবচেয়ে বড়ো জমায়েত হয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তায় – জানিয়েছে ফরাসী বার্তা সংস্থা ।

তাইওয়ানে ৩০ বছর বয়সী এক নার্স লি হূয়া চেং একটি হাসপাতালে তাঁর কাজের পরিবেশের প্রতি ধিক্কার ব্যক্ত করেন ।

ওদিকে রাশিয়ায় , প্রেসিডেন্ট পদে সবেই নির্বাচীত ভ্লাদিমির পুটীন ও রাশিয়ার গদ্দিনশীন প্রেসিডেন্ট ডিমিত্রি মেদবিয়েদেভ মস্কোয় আয়োজিত মিছিলে হাজার হাজার মানুষের সঙ্গে যোগ দেন । মিছিলকারীরা নিজ নিজ লেবার য়ূনিয়ন ও কল কারখানার প্রতি সমর্থন ব্যক্ত করা বক্তব্য-বয়ান লেখা ব্যানার বহন করেন ।

অবসর জীবন যাপনকারী আনা মাল্তসেভা বলেন – এই মে দিবস হলো তামাম দুনিয়ার শ্রমিক মজদুরদের সংহতি প্রকাশের উত্সব ।

য়ুরোপে গ্রীস , স্পেইন এবং অন্যত্র সরকারের জারী করা কৃচ্ছৃতা কর্মসূচীর প্রতি ক্ষোভ ব্যক্ত হয়েছে । যুক্তরাষ্ট্রে , অবস্থান বিক্ষোভে অংশগ্রহনকারীরা নিউ ইয়র্কে সমাবেশ অনুষ্ঠানের পরিকল্পনা করছেন ।

XS
SM
MD
LG