অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্বব্যাপী মে দিসব পালিত হ’লো


বিশ্বব্যাপী শ্রমিকরা বুধবার মে দিসব বা আন্তর্জাতিক শ্রমিক দিবস পালনের জন্য রাস্তায় বেড়িয়া আসেন।
মে দিবসে গ্রীসে শ্রমিক ধর্মঘটের ফলে দ্বীপগুলোতে ফেরি চলাচল এবং এথেন্সে গণ পরিবহন ব্যাহত হয়েছে। দীর্ঘদিন ধরে চলতে থাকা কঠোর অর্থনৈতিক কৃচ্ছ্র সম্পর্কিত নীতিমালা্র বিরুদ্ধে শ্রমিক ইউনিয়ন ধর্মঘট করে।
স্পেন ব্যাপী শ্রমিকরা অর্থনৈতিক নীতিমালা পরিবর্তনের দাবীতে মিছিল করে। স্পেনে বেকারত্বের হার ২৭ শতাংশ।
ফিলিপাইনে, সরকারের কাছে চাকরির নিশ্চয়তার দাবী জানিয়ে, বিক্ষোভকারীরা ম্যানিলায় মিছিল করে। চাকরীতে চুক্তিবদ্ধ নিয়োগ বন্ধের দাবী জানিয়ে তারা বলে ঐসব শ্রমিকদের চাকরীর নিশ্চয়তা নেই এবং অন্যান্য সুযোগ সুবিধাও তারা পায়না।
ক্যাম্বোডিয়ার পোষাক শিল্পের শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবীতে নমপেনে বিক্ষোভ হয়েছে।
তুরস্কের ইস্তাম্বুলে বুধবার লোকজন তাকসিম স্কয়ারে দিকে মিছিল করে গেলে পুলিশের সংগে সংঘর্ষ হয়।
XS
SM
MD
LG