অ্যাকসেসিবিলিটি লিংক

ব্রিটেনে আগামি নির্বাচনের আগে সরে দাঁড়াবেন মে


ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরিজা মে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন যে তিনি আগামী ২০২২ সালের নির্বাচনের আগে ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন।

ব্রাসেলস এ আলোচনা শুরুর ঠিক আগে ভাগেই তিনি এই মন্তব্য করেন। সেখানে তিনি ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে আসার ব্যাপারে কিছু ছাড় পাবার চেষ্টা করছেন। এর আগে তিনি অনাস্থা প্রস্তাবে কোন মতে বেঁচে গেছেন।

মে ব্রেক্সিট চুক্তিটি রক্ষার জন্য এই সপ্তায় দ্বিতীয় বারের মতো ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এর আগে তিনি ব্রিটেনের সংসদের নিম্ন কক্ষ হাউজ অফ কমনস ‘এর ভোটাভুটি বন্ধ করান। ব্যাপক ভাবে মনে করা হচ্ছিল যে ঐ ভোটে ব্রেক্সিট চুক্তি প্রত্যাখ্যান করা হবে।

এ পর্যন্ত কোন কোন না কোন ভাবে ব্রিটেনকে সাহায্য করতে ইউরোপীয় নেতারা তাঁদের ইচ্ছের কথা জানিয়েছেন তবে এটাও পরিস্কার করে বলেছেন যে দু পক্ষ কয়েক মাস ধরে আলোচনায় যে সব শর্ত ঠিক করেছে তারা এ নিয়ে আর আলোচনা করতে চান না।

ই.ইউ নেতারা আজ এবং আগামিকাল এক শীর্ষ বৈঠকে বসছেন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডনাল্ড টাস্ক বলেছেন যে মে’কে বাদ দিয়েই এ ব্যাপারে আলোচনায় বসার আগে তাঁরা পরিস্থিতি সম্পর্কে মে ‘র মূল্যায়ন শুনবেন , তার পর বিষয়টি আলোচনা করে প্রাসঙ্গিক উপসংহারে পৌঁছুবেন।

গতকাল বুধবার মে ‘র রক্ষনশীল দল তাঁকে ক্ষমতায় রাখার পক্ষে ২০০-১১৭ ভোটে জয়ী হয়।

রক্ষনশীল বিধায়কদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে মে বলেন যে ২০২২ সালের আগামি নির্বাচনের আগে তিনি ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন ।

XS
SM
MD
LG