অ্যাকসেসিবিলিটি লিংক

ক্যাপিটল হিলে সেনেটার ম্যাককেইনকে শেষ শ্রদ্ধা জানান হচ্ছে


রাজধানী ওয়াশিংটনের ক্যাপিটাল হিলে আমেরিকার দীর্ঘ দিনের আইন প্রণেতা এবং যুদ্ধ ফেরত নায়ক প্রয়াত সেনেটার জন ম্যাককেনকে ভাব গম্ভীর পরিবেশে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হয়। ক্যাপিটাল হিলের রোটানডায় কাঠের তৈরি ছোট এক মঞ্চের উপরে তাঁর কফিনটি রাখা হয়। ১৮৬৫ সালে ঐ একই মঞ্চে রাখা হয়েছিল প্রয়াত প্রেসিডেন্ট আবরাহার লিংকনের কফিন।

বৃহস্পতিবার বিমান যোগে দক্ষিনপূর্বঞ্চলের রাজ্যএরিজোনা থেকে ওয়াশিংটনে তাঁর মরদেহ নিয়ে আসা হয়। এরিজোনার প্রতিনিধি হিসেবে ১৯৮২ সাল থেকে তিনি যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি হিসেবে যুক্ত ছিলেন।

শতশত কংগ্রেস সদস্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ক্যাপিটাল ভবনের রোটান্ডায়তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করছেন। আমেরিকার ইতিহাসে ক্যাপিটাল হিলের রোটান্ডায় এ পর্যন্ত মাত্র ৩০ জন আমেরিকানের শেষকৃত্য অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেনস তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন।

এর আগে সেনেটারম্যাককেনের নিজ রাজ্য এরিজোনার ফিনিক্সে রাষ্ট্রীয় মর্যাদায়তাকে শ্রদ্ধা জানানো হয়।

XS
SM
MD
LG