অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের প্রাক্তন বিধায়ক জর্জ ম্যাকগভর্ণের পরলোকগমন


যুক্তরাষ্ট্রের প্রাক্তন বিধায়ক জর্জ ম্যাকগভর্ণ আজ রবিবার নর্থ ডাকোটায় তার নিজ বাসভবনে মারা গেছেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তার পরিবারের পক্ষ থেকে বলা হয় যে, তিনি বিভিন্ন্ রোগে ভুগছিলেন এবং সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হসপিস পরিচর্য়ায় রাখা হয় ।
সেনেটার ম্যাকগভর্ণ প্রথমে প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটিক দলের কংগ্রেসম্যান ছিলেন তারপর ১৯৫৭ ও ১৯৮১ সালের মধ্যে সেনেটার হিসেবে দায়িত্ব পালন করেন। তবে ১৯৭২ সালে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে তার পরাজয়ের জন্যই তিনি সমধিক পরিচিত। সেইসময় তিনি ভিয়েতনাম যুদ্ধের বিরোধিতা করে নির্বাচনী অভিযান শুরু করেন। সালে তিনি এক সাক্ষাতকারে বলেছিলেন, ‘আমি ভিয়েতনাম যুদ্ধ এবং ইরাক অভিযানের মধ্যে একটা মিল দেখতে পাই’।
XS
SM
MD
LG