অ্যাকসেসিবিলিটি লিংক

অস্ট্রেলিয়ার মেলবোর্নে আবারো দু'সপ্তাহের লক ডাউন ঘোষণা 


দু'সপ্তাহের জন্য কঠোর লক ডাউন জারি করা হল মেলবোর্নে I ভিক্টোরিয়া রাজ্যের রাজধানী, মেলবোর্ন, এখন সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের কেন্দ্রবিন্দু I রাজ্যের কর্তৃপক্ষ জানান, আগামী মাসগুলিতে নুতন সংক্রমণের হার কমলেই শুধু, নিষেধাজ্ঞা শিথিল করা হবে I অস্ট্রেলিয়ায় সর্বমোট সংক্রমণের সংখ্যা ২৫,০০০ এবং মৃত্যু হয়েছে ৭৫০ জনের I

রাজ্যের প্রধানমন্ত্রী, ড্যানিয়েল এন্ড্রুজ হুশিয়ার করে দিয়েছেন এসব পদক্ষেপ না নিলে, রাজ্যে তৃতীয় সংক্রমণের ঢেউয়ের ঝুঁকি রয়েছে I

XS
SM
MD
LG