জার্মান চ্যান্সেলরর এংগেলা মারকেল শুক্রবার হোয়াইট হাউজে আমেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সংগে একদিনের এক বৈঠক করেছেন।
ফরাসী প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাকরোঁনের ৩দিনের যুক্তরাষ্ট্র সফরের পরপরই জার্মান চ্যান্সেলর আমেরিকা সফর করছেন। ইরানের মধ্যকার পরমাণু যুক্তি থেকে প্রেসিডেন্ট ট্রাম্প যাতে বেড়িয়ে না আসেন তারই যৌথ প্রচেষ্টা হিসেবে ঐ দুই নেতার ওয়াশিংটন বৈঠককে দেখা হচ্ছে।
প্রেসিডেন্ট ট্রাম্প ইস্পাত এবং এলুমিনামের ওপরে যে শুল্ক বসাতে যাচ্ছেন তা থেকে ইইউ সদস্য ভুক্ত দেশগুলোকে স্থায়ী ভাবে বাদ দেওয়ার বিষয়টিও রয়েছে। বৈঠক শেষে দুই নেতা সংবাদ সম্মেলন করেন।