অ্যাকসেসিবিলিটি লিংক

কোভিড- ১৯’এ আক্রান্ত হলেন মেসি


৭বার "বালন ড ওর' এর পুরস্কার বিজয়ী প্যারিস সেন্ট জার্মাইন (পিএসজি)এর ফরওয়ার্ড, আর্জেন্টিনার লিওনেল মেসি ২০২১ সালের "বালন ড ওর' এর পুরস্কার প্রাপ্তির পর প্রতিক্রিয়া জানাচ্ছেন, ২৯শে নভেম্বর, ২০২১, ছবি ফ্রাঙ্ক ফাইফ/এএফপি
৭বার "বালন ড ওর' এর পুরস্কার বিজয়ী প্যারিস সেন্ট জার্মাইন (পিএসজি)এর ফরওয়ার্ড, আর্জেন্টিনার লিওনেল মেসি ২০২১ সালের "বালন ড ওর' এর পুরস্কার প্রাপ্তির পর প্রতিক্রিয়া জানাচ্ছেন, ২৯শে নভেম্বর, ২০২১, ছবি ফ্রাঙ্ক ফাইফ/এএফপি

৭বার "বালন ড ওর' বিজয়ী বিশ্বনন্দিত খেলোয়াড়, লিওনেল মেসি প্যারিস সেন্ট জার্মাইন (পিএসজি) স্কোয়াডে অন্তর্ভুক্ত ৪জন খেলোয়াড়ের মধ্যে অন্যতম, যাঁকে সোমবার রাতে দলের আসন্ন ফ্রেঞ্চ কাপ খেলার আগে পরীক্ষায় পজিটিভ বলে নিশ্চিত করা হয়।

পিএসজি দলটি শনিবার রাতে বিবৃতিতে আরো জানায় যে, তাদের একজন স্টাফ সদস্যও কোভিডে আক্রান্ত হয়েছেন।এই মুহূর্তে তাদের কারুর নাম জানানো হয় নি।তবে পরে রবিবার, দলের চিকিৎসা বিষয়ক খবরের পরবর্তী বিবৃতিতে দলটি জানায় মেসি, লেফট ব্যাক হুয়ান বের্নাট, অতিরিক্ত গোল রক্ষক সের্জিও রিকো এবং ১৯ বছর বয়সী মিড্ ফিল্ডার নাথান বিটুমাজালা কোভিডে আক্রান্ত হয়েছেন।

পিএসজি ভ্যাননেস-এর তৃতীয় পর্বে খেলছে।

শেষ ১৬তে পৌঁছাতে দিনের জন্য নির্ধারিত ১৩টি খেলার মধ্যে একটিতে দ্বিতীয় পর্বের কুইভিলি-রউয়েনে রবিবার খেলেছে গত বছরের রানার-আপ, মোনাকো।

মোনাকো রবিবার জানায়, তাদের ৭জন খেলোয়াড় কোভিডে আক্রান্ত হয়েছেন, তবে তাদের কারুর মধ্যে চিন্তিত হওয়ার মতো কোনো লক্ষণ নেই এবং তারা নিয়মমতো নিজেদের বিচ্ছিন্ন করে রেখেছেন।

XS
SM
MD
LG