অ্যাকসেসিবিলিটি লিংক

কলকাতার ৫ মেট্রো রেল প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করেছে সরকার


সদ্য পেশ-করা ২০১৭-১৮ সালের বাজেটে কেন্দ্রীয় সরকার কলকাতার ৫ মেট্রো রেল প্রকল্পের জন্য প্রচুর অর্থ বরাদ্দ করেছে। এতোদিন অর্থের চেয়েও বেশী সমস্যা ছিল ১০৭ কিলোমিটার দীর্ঘ প্রকল্পের জন্য জমি দখল। শেষ পর্যন্ত রাজ্যও আশ্বস্ত করে বলেছে, জমির বাধা দূর করতে তারা উঠে-পড়ে লাগবে। অবশ্য কেন্দ্রীয় শিক্ষা ও প্রতিরক্ষা মন্ত্রকের অধীন দুটি জমি নিয়ে জট ছাড়াতে হবে মন্ত্রকদেরই। সব তরফের সহযোগিতা পাওয়া গেলে সল্ট লেক থেকে শিয়ালদহ স্টেশন পর্যন্ত প্রকল্পটিতে ২০১৮ সালেই ট্রেন চলবে বলে মেট্রো কর্তৃপক্ষের আশ্বাস। দীর্ঘ দিন ধরে ঝুলে থাকা এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে শহরের গণপরিবহণে বিপ্লব ঘটে যাবে বলে মনে করেন পরিবহন কর্তারা।

XS
SM
MD
LG