মেক্সিকোর দক্ষিণাঞ্চলে গোপন কবরের সন্ধান পেয়েছেন তদন্তকারীরা। সেখানে একটি স্থানে ৩২ জনের দেহাবশেষএবং ৯ জন মানুষের মাথা তারা অবিষ্কার করেছেন।
গুয়েরিরো রাজ্যের জিটলালা পৌর এলাকায় আরও ডজন খানেকেরও বেশি গোপন কবর রয়েছে।ঐ এলাকায় বেশ কয়েকটি বিরোধিত মদক চোরাচালান চক্র রয়েছে।জিটলালা শহরে একের পর এক অপহরণ খুন এবংযখন তখন খণ্ড যুদ্ধ ঘটনা ঘটে এবংমাদক চক্র ঐসব মানুষ জনকে গোপনে মাটি চাপা দিয়েছে।
কর্মকর্তারা বলেন মানুষের দেহাবশেষগুলো সনাক্ত করার জন্য রাজধানীতে নিয়ে যাওয়া হয়েছে।