অ্যাকসেসিবিলিটি লিংক

ট্রাম্প ও পিনিয়া নিয়েটোর বিরুদ্ধে মেক্সিকোতে হাজার হাজার মানুষ প্রতিবাদ বিক্ষোভ করে


Demonstrators march demanding respect for Mexico and its migrants, in the face of perceived hostility from the administration of U.S. President Donald Trump, in Mexico City, Sunday, Feb 12, 2017.
Demonstrators march demanding respect for Mexico and its migrants, in the face of perceived hostility from the administration of U.S. President Donald Trump, in Mexico City, Sunday, Feb 12, 2017.

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মেক্সিকোর সঙ্গে সীমান্তে দেওয়াল নির্মানের যে পরিকল্পনা করেছেন তার বিরুদ্ধে এবং মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিকে পিনিয়া নিয়েটোর বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য রবিবার মেক্সিকোর ২০টি শহরে হাজার হাজার প্রতিবাদকারী সমাবেশ করে। মেক্সিকোর জনগন নিয়েটোকে একজন দুর্বল নেতা মনে করে ও তার আমলে দেশে যে দুর্নীতি বিরা করে ও সহিংসতা ঘটে তার বিরুদ্ধে তারা প্রতিবাদ জানায়।

স্থানীয় কর্মকর্তাদের আনুমানিক হিসেব অনুযায়ী প্রায় ৩০ হাজার মানুষ দেশের দুটি সর্ব বৃহৎ শহর রাজধানী মেক্সিকো শহরে এবং গুয়াডালাহারায় মিছিল করে।

প্রতিবাদকারীরা, মেক্সিকোর পতাকা উড়ায় এবং স্প্যানিস ও ইংরেজী ভাষায় ট্রাম্প বিরোধী ব্যানার তুলে ধরে।

প্রতিবাদকারীদের হাতে একটি ব্যানারে লেখা ছিল “Mr. Trump Mexicoর প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।”

অনেকে ধ্বনি তোলেন আমরা সেতু চাই, দেওয়াল নয়।

XS
SM
MD
LG