শনিবার মাইক্রোসফ্ট জানায় ইউক্রেন সরকারের কয়েকটি সংস্থার কয়েক ডজন কমপিউটার ধ্বংসাত্মক ম্যালওয়্যার-এ সংক্রমিত হয়েছে, যা র্যানসমওয়্যারের ছদ্মবেশে ছিল। এতে মনে হচ্ছে যে সরকারি ওয়েবসাইটে এই সাইবার হামলাটি ছিল মনোযোগ অন্যদিকে সরানোর প্রয়াস।তবে তাৎক্ষণিকভাবে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে তা স্পষ্ট নয়।
রাশিয়ার ইউক্রেনে অনুপ্রবেশের হুমকি এবং দৃশ্যত উত্তেজনা প্রশমনের কূটনৈতিক আলোচনা থেমে থাকার প্রেক্ষাপটে এই হামলা চালানো হয়।
মাইক্রোসফট একটি সংক্ষিপ্ত ব্লগ পোস্টে জানায় যে বৃহস্পতিবার তারা প্রথম এটিকে ম্যালওয়্যার বলে শনাক্ত করে, যা কিনা সতর্কতা জারির সামিল।একই সময় ঐ সাইবার হামলায় ৭০টি সরকারি ওয়েবসাইট সাময়িকভাবে অফলাইন হয়ে যায়।
এর আগে রয়টার্সের একটি প্রতিবেদনে ইউক্রেনের একজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাকে উদ্ধৃত করে বলা হয় যেএই বিকৃতিকরণ ছিল প্রকৃতপক্ষেক্ষতিকর হামলার একটি আবরণ।
মাইক্রোসফট জানায় র্যানসমওয়্যারের ছদ্মবেশে থাকা ম্যালওয়্যারকে হামলাকারীরা সচল করলে তা সংক্রমিত কম্পিউটার ব্যবস্থাকে অকার্যকর করে ফেলতো।
মস্কো ইউক্রেন সীমান্তের কাছে আনুমানিক ১ লক্ষের মত সেনা সমাবেশ ঘটালে সাম্প্রতিক সপ্তাহগুলিতে রাশিয়ার সঙ্গে উত্তেজনা বৃদ্ধি পায়।বিশেষজ্ঞরা জানান, মস্কোর যে কোনো অভিযানে সাইবার তৎপরতা থাকতে পারে, যা আধুনিক হাইব্রিড যুদ্ধের একটি অবিচ্ছেদ্য অংশ।