অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়াম্মারের উদ্দেশে তিরস্কার ব্যক্ত করেছেন মাইক পেন্স


Pence meets Suu Kyi 20181114
Pence meets Suu Kyi 20181114

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স কোনো রকম রাখঢাক না ক‘রে প্রকাশ্যেই তিরস্কার ব্যক্ত করেছেন মিয়াম্মারের উদ্দেশে- মিয়াম্মার যেভাবে রোহিঙ্গা মূসলিমদের সঙ্গে আচরণ করছে, সে ব্যাপার নিয়ে – আজ বুধবার অন সান সূ চির সঙ্গে মুখোমুখি এক বৈঠক চলাকালে ।

সিঙ্গাপুরে, আসিয়ান শীর্ষ সম্মেলন চলাকালে পৃথক আয়োজনে আয়োজিত দু’জনের আলোচনার মাঝে পেন্স ঐ বিরূপ মন্তব্যের অবতারনা করেন । সাত লক্ষেরও বেশি রোহিঙ্গা এখন রাখাইন প্রদেশ হতে বিতাড়িত হয়ে আশ্রয় নিয়েছেন গিয়ে প্রতিবেশি বাংলাদেশে । মিয়াম্মার সামরিক বাহিনী ঐ ব্যাপক হারের বিতাড়ন তৎপরতা শুরু করেছিলো দু’হাজার সতেরোর আগস্ট মাসে । জাতিসংঘের এক তথ্যানূসন্ধান মিশন বলেছে – মিয়াম্মার সামরিক বাহিনীর এহেন বিতাড়ন তৎপরতা ছিলো গণ-নিধন তৎপরতার শামিল – বিচার বহির্ভুত হত্যা, দঙ্গলবদ্ধ বলাৎকার –গ্রামকে গ্রাম জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করা – এসবই ছিলো ঐ তৎপরতার অংশ ।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট বলেন –ক্ষমাহিন এ সহিংসতা- নিপিড়ন নির্যাতন কোনো ক্রমেই বরদাস্ত করা যায়না ।

XS
SM
MD
LG