অ্যাকসেসিবিলিটি লিংক

দু'দিনের সফরে নতুন দিল্লিতে পৌঁছেছেন মাইক পম্পেও এবং মার্ক এসপার


যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মাইক পম্পেও এবং প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার আজ সোমবার দুপুরে দু'দিনের সফরে নতুন দিল্লিতে এসে পৌঁছেছেন। আগামীকাল তাঁরা দু'জন দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ মন্ত্রী পর্যায়ের বৈঠক "২ এর সঙ্গে ২" শুরু করবেন। সেখানে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তাঁদের সঙ্গে যোগ দেবেন। এই বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হবে, বেশ কিছু চুক্তি হওয়ার কথা রয়েছে, আর সেই সঙ্গে থাকবে চীনের সম্প্রসারণবাদ নীতির বিরুদ্ধে এককাট্টা হয়ে লড়াইয়ের অঙ্গীকার। আজ দীর্ঘ বিমানযাত্রার ক্লান্তি অগ্রাহ্য করেই যুক্তরাষ্ট্র থেকে আসা বিশিষ্ট অতিথিরা ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই সময়, যখন আর কয়েকদিন পরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হতে চলেছে, যে প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, ভোটগ্রহণ চলছে, এরকম একটা সময়ে ওঁরা দু'জন ভারতে এলেন কেন? ভারতের গুরুত্ব আমেরিকার কাছে এত বেশি হলোই বা কেন? এ সম্পর্কে কথা বলেছেন বিশিষ্ট সাংবাদিক, আজকাল সংবাদপত্রের সহযোগী সম্পাদক দীপ্তেন্দ্র রায় চৌধুরী।

দীপ্তেন্দ্র রায় চৌধুরী যা বললেন সেটা বস্তুত বেশ কয়েক বছর আগে থেকেই শুরু হয়েছে। প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সময় ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক নতুন মাত্রা পায়। এখন দুই দেশের সম্পর্ক আরও কতটা ঘনিষ্ঠ হয়ে ওঠে সেটাই দেখার। আগামীকাল "২ এর সঙ্গে ২" বৈঠক রয়েছে। চীনের সঙ্গে ভারতের সীমান্ত সংঘর্ষের প্রেক্ষিতে এই বৈঠকের গুরুত্ব বেড়েছে।

সরাসরি লিংক


XS
SM
MD
LG