নিষিদ্ধ ঘোষিত ইসলামী জঙ্গী সংগঠন জামায়াতুল মোজাহেদীন বাংলাদেশ বা জেএমবি’র প্রধান সমন্বয়কারী এবং ওই সংগঠনের সাবেক আমীরের পুত্রসহ মোট ৮ জন গুরুত্বপূর্ণ সদস্যকে পুলিশ আটক করেছে বলে দাবি করেছে।
পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানতে পেরেছেন যে, ওই ব্যক্তিরা গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং স্থাপনার উপর হামলার পরিকল্পনা করছিল। এছাড়া তারা ইসলামী জঙ্গী সংগঠন ইসলামিক স্টেট বা আইএসএ’র সাথে যোগাযোগেরও চেষ্টা করছিল বলে পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম জানিয়েছেন।
পুলিশ বলছে, রাজধানী ঢাকার উত্তরা এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে বেশ কিছু জিহাদী বই এবং প্রচার পত্র পাওয়া গেছে।... ঢাকা থেকে আমীর খসরু