অ্যাকসেসিবিলিটি লিংক

চলে গেলেন ভারতের ক্রীড়া জগতের নক্ষত্র-পুরুষ মিলখা সিং


Milkha Singh AP
Milkha Singh AP

সংবাদ সংস্থা দ্য এসোসিয়েটেড প্রেস জানিয়েছে ক্রীড়া ক্ষেত্রে ভারতের অন্যতম প্রথম নক্ষত্র-পুরুষ ৯১ বছর বয়সী মিলখা সিং মারা গেছেন। তাঁর পরিবার বলছে তিনি কভিড -১৯ সৃষ্ট জটিলতায় মারা গেছেন। জনসাধারণের কাছে , “ উড়্ন্ত শিখ” নামে পরিচিত মিলখা সিং ১৯৫৮ সালে কমনওয়েলথ গেমস’ এ ৪০০ মিটার দৌড়ে তিনিই ছিলেন প্রথম ভারতীয় যিনি স্বর্ণপদক পান। ১৯৬০ সালে রোম গেইমস’এ তিনি অল্পের জন্য অলিম্পিক পদক পাননি। ভারত ভাগের সময়ে তিনি তাঁর মা-বাবা এবং ভাইবোনদের হত্যা দেখেছেন । সিং ‘এর একটি ছেলে এবং তিনজন মেয়ে সন্তান রয়েছে। ১৯৫৬.১৯৬০ এবং ১৯৬৪ সালে তিনি অলিম্পিক্স’এ ভারতের প্রতিনিধিত্ব করেছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ক্রীড়াবিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাঁকে বিশাল এক ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে অভিহিত করেন যিনি ভারতের কল্পনাকে হৃদয়ে ধারণ করেছিলেন এবং অসংখ্য ভারতবাসীর মনে তাঁর একটি বিশেষ স্থান ছিল”। (এ.পি)

XS
SM
MD
LG