অ্যাকসেসিবিলিটি লিংক

বই নিয়ে এত আয়োজন বিশ্বের খুব কম জায়গায় দেখা যায়-আর্ল রবার্ট মিলার


বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার শুক্রবার শিশু প্রহরে সস্ত্রীক অমর একুশে বই মেলা পরিদর্শন করেন। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এবং তাঁর স্ত্রী মিশেল অ্যাডেলম্যান বইমেলা ঘুরে দেখেন ও শুক্রবার ছুটির দিনে বেলা ১১ টা থেকে ১ টা পর্যন্ত চলা শিশু প্রহরে বই মেলায় উপস্থিত শিশুদের সাথে সময় কাটান । তাঁরা বই মেলার শিশু চত্বরে শিশুদের জনপ্রিয় অনুষ্ঠান সিসিমপুর উপভোগ করেন। এ সময় জীবন্ত কার্টুন চরিত্র শিকু, ইকরি, হালুম ও টুকটুকির সিসিমপুর অনুষ্ঠান দেখতে তাঁদের সাথে শিশুরাও যোগ দেয় । যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইউএসএআইডি এর সহায়তায় শিশুদের শিক্ষামূলক সিসিমপুর প্রকল্পটি পরিচালিত হচ্ছে ।

রাষ্ট্রদূত মিলার বলেন বইমেলায় এসে তিনি এবং তাঁর স্ত্রীর খুবই ভালো লেগেছে। বই নিয়ে এত আয়োজন বিশ্বের খুব কম জায়গায় দেখা যায় বলে উল্লেখ করে তিনি বলেন শিশুদের বই নিয়ে এত আগ্রহ তাঁদের মুগ্ধ করেছে। বইমেলায় এসে শিশুরা বই কেনা ছাড়াও খেলা ধুলা ও বিভিন্ন বিনোদন মুলক অনুষ্ঠানে অংশ নিচ্ছে।

ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের প্রতিবেদন।

XS
SM
MD
LG