মিনা ট্র্যাজেডি, মৃত্যুর
সংখ্যা নিয়ে বিভ্রান্তি
মিনা ট্র্যাজেডিতে ঠিক কত জন বাংলাদেশী মারা গেছেন বা নিখোঁজ রয়েছেন তা নিয়ে বিভ্রান্তি বাড়ছেই। ঢাকার বিদেশ মন্ত্রণালয় সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে মাত্র তিন জনের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছে। সৌদি কর্তৃপক্ষ মারা যাওয়া ৭৬৯ জন হাজীর মধ্যে ৬৫০ জনের ছবি প্রকাশ করেছে। এই ছবি দেখেই তিনজন বাংলাদেশীকে শনাক্ত করা হয়। বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার মোস্তফা কাজল গিয়েছিলেন হজ্বে। তার সঙ্গে কথা হয় এই প্রতিনিধির। তিনি বলেন, মৃত বা নিখোঁজ নিয়ে যা বলা হচ্ছে তা সঠিক নয়।
৯৮ জন বাংলাদেশী নিখোঁজ রয়েছেন শনিবার রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের তরফে জানানো হয়েছিল। কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যেসব খবরা-খবর আসছে তাতে সংখ্যা আরও বেশি বলে মনে হচ্ছে। পদদলিত হওয়ার সময় অনেকেই কাগজপত্র এমনকি মোবাইল ফোনও হারিয়েছেন। আবার অনেকের কাছে ফোনও ছিল না। এই অবস্থায় নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। মিনা ট্র্যাজেডি নিয়ে সৌদি আরব আর ইরানের মধ্যে বিতর্ক চলছে। এর মধ্যে ইরান দাবি করেছে, প্রায় ২ হাজার হাজী মারা গেছেন। সৌদি কর্তৃপক্ষ আগাগোড়াই তা অস্বীকার করে আসছে। এর বাইরে কোন সরকারই এখন পর্যন্ত তার দেশের হাজীদের মৃত্যু বা নিখোঁজ হওয়া নিয়ে কোন তথ্য দেয়নি। মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট: