রাজধানী ঢাকার মিরপুর এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি সোমবার রাত থেকে ঘেরাও করে রেখেছে র্যাপিড একশান ব্যাটেলিয়ন র্যাব।
র্যাবের কর্মকর্তারা জানিয়েছেন সেখানে স্ত্রী সন্তানসহ দুর্ধর্ষ জঙ্গি আবদুল্লাহ এবং তার সহযোগীরা মিলে মোট সাতজন অবস্থান করছেন এবং সেখানে ৫০ টি বোমা রয়েছে বলে তাদের কাছে তথ্য রয়েছে।
জঙ্গি আবদুল্লাহ এবং তার সহযোগীদের বারবার আত্মসমর্পণের আহ্বান জানানোর পর তারা আত্মসমর্পণ করতে রাজি হয়েছে বলে সর্বশেষ খবরে জানা গেছে।
মিডিয়া শাখার এক কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন জঙ্গি আবদুল্লাহর বোন মেহেরুন্নেসা ইতিমধ্যেই আত্মসমর্পন করেছেন এবং তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে র্যাব টাঙ্গাইল জেলার এলেঙ্গা এলাকা থেকে আরেকটি জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতারের পর তাদের দেয়া তথ্য অনুযায়ী মিরপুরে অভিযান শুরু করা হয়।
মিরপুর মাজার রোডের ছয় তলা ওই ভবনের ২৪ তি ফ্লাটের মধ্যে ২৩ টির বাসিন্দানারী এবং শিশুসহ ৬৪ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে বলে র্যাবের তরফে জানান হয়েছে।
ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।