অ্যাকসেসিবিলিটি লিংক

মিস ইউনিভার্স ২০২১-এর মুকুট জিতলেন ভারতের হারনাজ সান্ধু


মিস ইউনিভার্সের মুকুট বিজয়ী ভারতের হারনাজ সান্ধুকে দেখা যাচ্ছে। ডিসেম্বর ১৩, ২০২১।
মিস ইউনিভার্সের মুকুট বিজয়ী ভারতের হারনাজ সান্ধুকে দেখা যাচ্ছে। ডিসেম্বর ১৩, ২০২১।

২০২১ সালের মিস ইউনিভার্স হয়েছেন ভারতের হারনাজ সান্ধু। তিনি ৮০ জন প্রতিযোগির মধ্য থেকে রবিবার মিস ইউনিভার্সের মুকুট জিতে নেন। মিস ইউনিভার্সের এই ৭০ তম আসরটিতে রাজনীতি ও মহামারী প্রভাব ফেলেছিল।

২০২০ সালের মিস ইউনিভার্স মেক্সিকোর আন্দ্রেয়া মেজা, সান্ধুকে মুকুট পরিয়ে দেন। সান্ধু বলিউডের একজন অভিনেত্রী। ইসরাইলের রেড সি রিসোর্ট শহর ইলাতে মিস ইউনিভার্স প্রতিযোগিতাটি স্থানীয় সময় মধ্যরাতে শুরু হয়ে সকাল ৫ টায় শেষ হয়। আর তা করা হয় যুক্তরাষ্ট্রের প্রাইমটাইমের সময়সূচী অনুসরণ করার জন্য।

সান্ধু বলেন তিনি "অভিভূত, কারণ শেষবার ভারত মিস ইউনিভার্স মুকুট পাবার পর ২১ বছর পার হয়ে গেছে এবং তা এখনই ঘটেছে"।

এবারের প্রতিযোগিতায় সন্ধ্যার গাউন, সাঁতারের পোশাক এবং জনসম্মুখে কথা বলা অর্ন্তভুক্ত ছিল।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে তৃণমূল ফিলিস্তিনিরা প্রতিযোগিতাটি বর্জনের যে আহবান জানান, সে কারণেও ঐ প্রতিযোগিতাটি সবার মনোযোগ আকর্ষণ করে। তারা প্রতিযোগী দেশগুলোর প্রতি ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলী আচরণের প্রতিবাদ হিসেবে মিস ইউনিভার্সে অংশ না নেবার আহবান জানান।

শেষ পর্যন্ত কেবল মুসলিম প্রধান দেশ মালয়েশিয়া বিশ্বব্যাপী কোভিড-১৯ পরিস্থিতির উল্লেখ করে কোন প্রতিনিধি পাঠায়নি। মালয়েশিয়ার সঙ্গে ফিলিস্তিনের ঘনিষ্ট সম্পর্ক রয়েছে।

(এপি)

XS
SM
MD
LG