অ্যাকসেসিবিলিটি লিংক

এ বছরের শেষ দিকে রাশিয়া ইরানের কাছে অত্যন্ত উন্নতমানের এস-300 আকাশ নিরাপত্তা ব্যবস্থা সরবরাহ করা শুরু করতে পারে


ইরানের এক শীর্ষ কর্মকর্তা মংগলবার জানিয়েছেন যে এ বছরের শেষের দিকে রাশিয়া ইরানের কাছে অত্যন্ত উন্নতমানের এস-300 আকাশ নিরাপত্তা ব্যবস্থা সরবরাহ করা শুরু করতে পারে।

রাশিয়ার প্রেসিডেণ্ট ভ্লাদিমির পুতিন ভূমি থেকে আকাশে উতক্ষেপন ক্ষম অত্যাধুনিক ক্ষেপনাস্ত্র পদ্ধতি সরবরাহে বিষয়ে ইরানের ওপরে ৫ বছরের যে নিষেধাজ্ঞা ছিল তা প্রত্যাহার করে নেন। এর একদিন পর ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলি শামখানী রাশিয়ার ইন্টার ফ্যাক্স সংবাদ সংস্থাকে ঐ বিবৃতিতে দেন।

রাশিয়ার জাতীয় পরিষদের সেক্রেটারী নিকোলাই পেট্রুশেভ মংগলবার ইটারফ্যাক্সকে জানিয়েছেন যে কত দ্রুত ক্ষেপনাস্ত্র পদ্ধতি সরবরাহ করা হবে সেটা নির্ভর করছে তা তৈরীর ওপরে। তিনি বলেন, ঐ কাজটি শেষ করতে অন্তত ৬ মাস সময় লাগবে।

২০০৮ সালে ৮০ কোটি ডলারের যে চুক্তি হয়েছিল তা জাতিসংঘ নিরপত্তা পরিষদ ইরানের অপরে নিষেধাজ্ঞা আরোপ করার ফলে রাশিয়া ২০১০ সালে ঐ কন্ট্রাক্টটি স্থগিত করে।

মিঃ পুটিনের এই সিদ্ধান্তে আমেরিকা সোমবার উদ্বেগ প্রকাশ করেছে।

XS
SM
MD
LG