অ্যাকসেসিবিলিটি লিংক

মিত্র পক্ষের ক্ষেপনাস্ত্র আক্রমণের মিশ্র প্রতিক্রিয়া ফ্রান্সে


সিরীয় সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সঙ্গে যোগ দিয়ে ফ্রান্সের আক্রমণ করার ব্যাপারে প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ’র সিদ্ধান্ত সম্পর্কে মিশ্র প্রতিক্রয়া হয়েছে। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রী Jean-Yves Le Drian এই যৌথ সামরিক অভিযানকে যুক্তিসঙ্গত , সীমিত এবং আনুপাতিক বলে বর্ণনা করেছেন এবং বলছেন এর লক্ষ্য অর্জিত হয়েছে।

এ দিকে চরম বাম এবং চরম ডানপন্থি বিধায়করা , বিমান হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে ফ্রান্সের যোগ দেওয়ার তীব্র সমালোচনা করেছেন। ন্যাশনাল ফ্রন্টের নেতা Marine Le Pen টুইটারে সতর্ক করে দিয়েছেন যে ফ্রান্স একটি স্বাধীন শক্তি হিসেবে নিজের মর্যাদা হারিয়েছে এবং এ ধরণের আক্রমণ অপ্রত্যাশিত ও নাটকীয় পরিণতি ডেকে আনতে পারে।

তবে ম্যাক্রঁর ক্ষমতাসীন মধ্যপন্থি দল La Republique en Marche (LREM)এই সামরিক তৎপরতার প্রতি স্বভাবতই সমর্থন জানিয়েছে।

XS
SM
MD
LG