অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ানমারে বিরল ছাত্র বিক্ষোভ


মিয়ানমার সরকারের নুতন শিক্ষা নীতির বিরুদ্ধে ইয়াঙ্গুনে ছাত্ররা দ্বিতীয় দিনের মত বিরল ছাত্র সমাবেশ করেছে I সরকারের নূতন শিক্ষানীতির মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলিকে কেন্দ্রীয় ভাবে নিয়ন্ত্রণ করা হবে এবং উচ্চশিক্ষা বিষয়ে স্বায়ত্তশাসনকে খর্ব করা হবে I শুক্রবার প্রেসিডেন্ট ওবামার ইয়াঙ্গুন সফরের সময় ছাত্ররা ক্যাম্পাস এ বিক্ষোভ প্রদর্শন করে I শান্তিপূর্ণ ভাবেই এই বিক্ষোভ প্রদর্শন শেষ হয়, তবে প্রতিবাদ বিক্ষোভ আরো চলবে বলে ছাত্ররা জানিয়েছে I

XS
SM
MD
LG