অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ানমারে ৮ই নভেম্বর নির্বাচনের আগে বিধি নিষেধ আরোপ 


মানবাধিকার বিষয় হাই কমিশনার দপ্তর জানায়, মিয়ানমারে ৮ই নভেম্বর নির্বাচনের আগে নুতন বিধি নিষেধ আরোপ করাতে রাজনৈতিক প্রক্রিয়ায় জনগণের অংশ নেবার অধিকার বিঘ্নিত হবেI এসব বিধি নিষেধ আরোপে সবচাইতে ক্ষতিগ্রস্ত হবেন, রাখাইন রাজ্যের রোহিঙ্গ্যা মুসলমান ও অন্যান্য জাতিগোষ্ঠী সংখ্যালঘু সম্প্রদায়ের জনগণI

মানবাধিকার দপ্তরের মুখপাত্রী, রাভিনা শামদাসানি VOA কে জানান, ইউনিয়ন ইলেকশন কমিশন অক্টোবরের মাঝামাঝি যে সিদ্ধান্তের কথা জানায়, তা সংখ্যালঘুদের ভোটদানের অধিকারকে চরমভাবে খর্ব করবেI

তিনি বলেন, যেখানে তারা ভোট দিতেও পারতেন, এমন শহরগুলিতে নির্বাচন অনুষ্ঠিত হবে নাI মিয়ানমার কর্তৃপক্ষ ৫৬টি শহরের নির্বাচন কর্মসূচি বাতিল করে দিয়েছেI যার মধ্যে অন্তর্গত রাখাইন রাজ্যের ৯টি শহরে, কেউই ভোট দিতে পারবেন নাI

XS
SM
MD
LG