অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ান্মারের প্রতিবাদ বিক্ষোভে আজ আবার ৫ জনের মৃত্যু


মিয়ান্মারের নিরাপত্তা বাহিনী আজ শনিবার গণতন্ত্রপন্থি প্রতিবাদকারীদের উপর গুলি ছুঁড়লে পাঁচ জন নিহত হয় বলে একজন প্রতিবাদকারী এবং সংবাদ মাধ্যম জানিয়েছে। সেখানকার সামরিক বাহিনী এই প্রতিবাদ বিক্ষোভ বন্ধের জন্য অন লাইন সমালোচকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে এবং ইন্টারনেট বন্ধ করে দিচ্ছে। পয়লা ফেব্রুয়ারির সামরিক অভূত্থানের পর থেকে যদিও এ পর্যন্ত সাড়ে পাঁচশ‘ মানুষকে নিরাপত্তা বাহিনী হত্যা করেছে, বিক্ষোভকারিরা প্রতিদিনই রাস্তায় নেমে আসছে, প্রায়ই ছোট ছোট শহরে, ছোট ছোট দলে এবং তারা সামরিক শাসন জারির বিরুদ্ধে আওয়াজ তুলছে।

মিযান্মারের মধ্যাঞ্চলের শহর মনিওয়াতে নিরাপত্তা বাহিনী একটি জনসমাবেশের উপর গুলি চালালে তিনজন নিহত হয় আরও একজন আরেকটি মধ্যাঞ্চলীয় শহর বাগোতে এবং একজন থাতন শহরে নিহত হয় বলে সেখানকার সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একজন বিক্ষোভকারি বার্তা সংস্থা রয়টারকে বলেন যে, তারা বিরতিহীন ভাবে স্টান গান এবং তাজা কার্তুজ দিয়ে গুলি ছুঁড়তে শুরু করে। এ ব্যাপারে পুলিশ কিংবা সামরিক হুন্তার কেউই ফোন ধরেনি। রাজনৈতিক বন্দিদের একটি সক্রিয়বাদী গোষ্ঠি আজ সকালেই বলেছে যে, নিরাপত্তা বাহিনী এরই মধ্যে ৫৫০ জনকে হত্যা করেছে যাদের মধ্যে ৪৬ জন শিশুও রয়েছে।

XS
SM
MD
LG