অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ান্মারে বিকল্প অসামরিক সরকার গঠন


মিয়ান্মারের অভূত্থান বিরোধী বিক্ষোভকারীরা আজ সে দেশের সংবিধান প্রতীকি ভাবে পুড়িয়েছে এবং ক্ষমতাচ্যুত একদল বিধায়ক সামরিক সরকারের প্রতিপক্ষ হিসেবে একটি নতুন অসামরিক সরকার গঠনের কথা ঘোষণা করেছেন।

এই বিদ্রোহী সরকার যাকে Committee for Representing Pyidaungsu Hluttaw বা CRPH বলা হচ্ছে তাতে ক্ষমতাচ্যূত নেত্রী আওং সান সু চি’র ন্যাশনাল লীগ ফর ডেমক্রেসির সেই সব সদস্য রয়েছেন, যাঁরা নভেম্বরের নির্বাচনে জয়লাভ করেছিলেন কিন্তু সামরিক বাহিনী পয়লা ফেব্রুয়ারি আওং সান সুচিকে আটক করে ক্ষমতা দখল করলে তাঁদেরকে আর সংসদে বসতে দেওয়া হয়নি। CRPH একটি নতুন ফেডারেল সংবিধান ঘোষণা করেছে যা ২০০৮ সালে সামরিক বাহিনীর সংবিধানের স্থলাভিষিক্ত হবে। CRPHএর এই খসড়া সংবিধান মিয়ান্মারের আঞ্চলিক জাতিগোষ্ঠিগুলোর দীর্ঘদিনের দাবি মেটাবে যারা কীনা দশকের পর দশক ধরে অধিকতর স্বাত্বশাসনের জন্য লড়াই করে আসছে।

গণতন্ত্রপন্থিদের বিরুদ্ধে হুন্তার সহিংস অভিযান, সাম্প্রতিক দিনগুলোতে জাতিগোষ্ঠিগত বিদ্রোহীদের বিরুদ্ধেও সম্প্রসারিত হয়েছে যারা গণতন্ত্রপন্থিদের পক্ষেই রয়েছে। সম্প্রতি সামরিক বাহিনী জাতিগোষ্ঠিগত কারেন বিদ্রোহীদের বিরুদ্ধে মিয়ান্মারের পূর্বাঞ্চলে বিমান হামলা চালিয়েছিল। আর এর ফলে হাজার হাজার লোক বন-জঙ্গল পেরিয়ে প্রতিবেশী থাইল্যান্ডে আশ্রয় নেয়। এই অবনতিশীল পরিস্থিতিতে মিয়ান্মারের জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন শ্র্যানার বার্গনার নিরাপত্তা পরিষদকে গতকাল সতর্ক করে দেন যে, সে দেশে অসামরিক সরকার পূণর্বহাল না হলে সেখানে গৃহযুদ্ধের আশংকা রয়েছে।

XS
SM
MD
LG