অ্যাকসেসিবিলিটি লিংক

রোহিংগা শরনার্থী শিবিরে মোবাইল ফোন ব্যবহারে বিধি-নিষেধ


বাংলাদেশের সরকারি সংস্থা টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বা বিটিআরসি কক্সবাজারের টেকনাফ ও উখিয়া এলাকায় মোবাইল ফোনের 3G এবং 4G সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ক্যাম্পগুলো এই দুই উপজেলায়। রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে এই সেবা বন্ধ করার কথা নির্দেশনায় জানানো হয়। তবে এ সম্পর্কে কোন কর্মকর্তা কোন মন্তব্য করেননি।

এর ফলে স্থানীয় অধিবাসীরা মোবাইল ফোনে কথা বলতে পারলেও, ইন্টারনেট সেবা ব্যবহার করতে পারবেন না। ইতিপূর্বে অপর এক নির্দেশনায়, রোহিঙ্গারা যাতে বাংলাদেশের মোবাইল ফোনের সিম ব্যবহার করতে না পারে সে জন্য বলা হয়েছিল। রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কমপক্ষে ৮ লাখ বাংলাদেশী মোবাইল ফোন সিম ব্যবহৃত হতো।

এদিকে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ভূমিকায় পুনরায় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি মিয়ানমারের সাথে দ্বি-পাক্ষিক আলোচনার ব্যাপারেও হতাশা ব্যক্ত করেন। ....ঢাকা থেকে আমীর খসরু

please wait

No media source currently available

0:00 0:00:48 0:00


XS
SM
MD
LG