অ্যাকসেসিবিলিটি লিংক

ভ্যাকসিন উদ্ভাবনে বিভিন্ন দেশের প্রয়াস


চীনসহ বহু দেশে ভ্যাকসিন উদ্ভাবনে কাজ অব্যাহত রয়েছে I চীনে রীস্যাস প্রজাতির বানরের ওপর এই ভ্যাকসিন পরীক্ষামূলক ব্যবহারের পর, ল্যাব কর্তৃপক্ষ বানরদের রোগমুক্ত করতে সমর্থ হয়েছে I তবে অনেক ক্ষেত্রে নাকে ও মুখে ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায় বলে ল্যাব থেকে জানানো হয় I

উদ্ভাবনে নিয়োজিত যুক্তরাষ্টের মোদের্না বায়ো টেক কোম্পানি সরকারি সহায়তায় জুলাই মাসে চুক্তি স্বাক্ষর করে এবং ভ্যাকসিন উদ্ভাবন শুরু করে I মোদের্না গ্রূপ জানায় ৯জনের দেহে এই ভ্যাকসিন পরীক্ষামূলক ব্যবহার করে তারা আশাব্যঞ্জক ফলাফল পেয়েছেন I

সংস্থাটি পরীক্ষার খুঁটিনাটি সম্পর্কে কিছু জানায়নি I বিজ্ঞানীরা এর স্বচ্ছতা বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন I

XS
SM
MD
LG