অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র থেকে মডার্নার ১২ লাখ টিকা ঢাকায় পৌঁছেছে


যুক্তরাষ্ট্রের তৈরি মর্ডানার ১২ লাখ ডোজ টিকা ঢাকায় এসে পৌঁছেছে। বিশ্বব্যাপী টিকা সরবরাহের আন্তর্জাতিক প্ল্যাটফরম কোভ্যাক্স থেকে এসব টিকা পাঠানো হয়েছে। এ নিয়ে করোনা ভাইরাসের চারটি টিকা এলো বাংলাদেশে। শুক্রবার রাত ১১টা ২১ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এই টিকা ঢাকায় আসে। টিকা গ্রহণের জন্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার সহ কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন। বাকি ১৩ লাখ ডোজ টিকা শনিবার সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

গত ২২শে জুন হোয়াইট হাউস থেকে এশিয়ার ১৮ টি দেশকে টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে ১ কোটি ৬০ লাখ ডোজ টিকা দেয়ার কথা ঘোষণা করা হয়। এর মধ্যে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার আটটি দেশ রয়েছে। আজ রাতেই সিনোফার্মের তৈরি ২০ লাখ টিকা বাংলাদেশে পৌঁছাবে। চীন থেকে ইতিমধ্যেই বাংলাদেশ বিমানের দুটি কার্গো ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। চীনের সিনোফার্ম থেকে দেড় কোটি ডোজ টিকা কেনার চুক্তি করেছে সরকার। ওই চুক্তির আওতায় প্রথম চালানটি রাতে ঢাকা পৌঁছাবে।

XS
SM
MD
LG