অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনকে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানের পর অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। গতকাল সেই টুইট বার্তায় মোদী বলেন, "প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন। ওঁর সঙ্গে হাতে হাত মিলিয়ে আমাদের দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি।"

সরাসরি লিংক

একইসঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন ভাইস প্রেসিডেন্ট কামালা হারিসকে পাঠানো অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী মোদী বলেন, "আজ এই ঐতিহাসিক মুহূর্তে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই। আগামী দিনগুলোতে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী হয়ে উঠবে, এই আশা করছি। ভারত ও যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আমাদের এই গ্রহ উপকৃত হবে।"

XS
SM
MD
LG