পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ শনিবার খড়্গপুরে একটি নির্বাচনী জনসভায় অভিযোগ করেন, এই রাজ্যে ও অসমে যখন ভোটগ্রহণ চলছে, সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিবেশী বাংলাদেশ সফরে গিয়ে সেখানকার এক শ্রেণীর মানুষের কাছে ভোটের প্রচার করছেন। তিনি মনে করিয়ে দেন, ২০১৯ সালে লোকসভার নির্বাচনী প্রচারের সময় বাংলাদেশি অভিনেতা গাজী আব্দুল নূর তৃণমূলের একটি নির্বাচনী জনসভায় অংশ নিয়েছিলেন বলে কেন্দ্রের বিজেপি সরকার বাংলাদেশের কাছে প্রতিবাদ জানিয়েছিল এবং নূরের ভিসা বাতিল করে তৎক্ষণাৎ তাকে ভারত ছেড়ে চলে দেওয়ার নোটিস ধরিয়ে দিয়েছিল।
সেই প্রসঙ্গ তুলে মমতা বলেন, আজ যখন ভারতের দুটি রাজ্যে ভোট চলছে, সেই সময়ে দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশে গিয়ে সেখানকার বাসিন্দা কিছু মানুষের সহানুভূতি আদায় করতে চাইছেন, যা এখানকার ভোটের বাক্সে প্রভাব ফেলতে পারে বলে ধরে নেওয়া যায়। নূরের ভিসা যদি এখানকার কোনও রাজনৈতিক দলের হয়ে প্রচারে নামার জন্য বাতিল হতে পারে, তা হলে প্রধানমন্ত্রী মোদীর ভিসা নির্বাচনী বিধি লঙ্ঘনের জন্য বাতিল করা হবে না কেন? মুখ্যমন্ত্রী বলেন, আমরা ভারতের নির্বাচন কমিশনের কাছে এই নিয়ে নালিশ করব। এটা অত্যন্ত অন্যায় এবং আদর্শ নির্বাচন নীতিবিরোধী কাজ।