অ্যাকসেসিবিলিটি লিংক

অখণ্ড ভারত তৈরি করতেই ৩৭০ ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত-নরেন্দ্র মোদী


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্রে নির্বাচনী প্রচারে বলেছেন অখণ্ড ভারত তৈরি করতেই ৩৭০ ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আগামী মাস অর্থাৎ অক্টোবরেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। তাই আজ নাসিক থেকেই দলের নির্বাচনী প্রচার শুরু করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকের দলীয় প্রচারে তাঁর হাতিয়ার ছিল তাঁর সরকারের একশো দিনের কাজ। অনুচ্ছেদ ৩৭০ বিলোপ, তিন তালাক বিরোধী ও সন্ত্রাস বিরোধী কড়া আইনের মতো কিছু পদক্ষেপকে সামনে রেখে নির্বাচনী প্রচার সারেন নরেন্দ্র মোদী। এদিন তিনি বলেন, “কাশ্মীরে দীর্ঘদিন ধরে চলা হিংসা থেকে বেরিয়ে আসার পণ করেছেন সেখানকার তরুণ, মা-বোনেরা। তাঁরা এ বার উন্নয়ন এবং চাকরি চান।”

কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলে দেশের গত ৭০ বছরের পরিসংখ্যান তুলে ধরার চেয়ে নিজের সরকারের একশো দিনের কাজের খতিয়ানকে আজ তার বক্তব্যে প্রাধান্য দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, অনুচ্ছেদ ৩৭০ প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দেশবাসী। অখণ্ড ভারত তৈরিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জম্মু ও কাশ্মীরের মানুষের এবার স্বপ্ন পূরণ হবে বলে জানান তিনি।

কলকাতা সংবাদদাতা পরমাসিষ ঘোষরায়ের প্রতিবেদন।

please wait

No media source currently available

0:00 0:00:56 0:00


XS
SM
MD
LG