অ্যাকসেসিবিলিটি লিংক

রাম মন্দির তৈরির জন্য অছি পর্ষৎ গঠনের ঘোষণা


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অযোধ্যায় রাম মন্দির তৈরির জন্য অছি পর্ষৎ গঠনের কথা ঘোষণা করেছেন।

উত্তরপ্রদেশের অযোধ্যায় দীর্ঘ কালের বিতর্কিত রাম জন্মভূমি-বাবরি মসজিদ জমি বিতর্কের চূড়ান্ত নিষ্পত্তি হিসেবে সুপ্রিম কোর্ট মাস তিনেক আগে সরকারকে পুরো ৬৭ একর জমি অধিগ্রহণ করে রাম মন্দির তৈরির ব্যবস্থা করার ছাড়পত্র দিয়েই রেখেছিল। তবু দিল্লিতে বিধানসভা নির্বাচনের ঠিক তিন দিন আগে এই ঘোষণার সময় বেছে নেওয়ায় রাজনৈতিক বিশ্লেষকেরা দুইয়ের মধ্যে একটা যোগ খুঁজে পাচ্ছেন। আজ বুধবার সকালে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে রাম মন্দির জন্য ১৫ সদস্যের অছি পর্ষৎ গঠনের সিদ্ধান্ত অনুমোদিত হয়। এর পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোজা লোকসভায় চলে যান। বিজেপি সাংসদরা জয় শ্রী রাম ধ্বণি তুলে তাঁকে স্বাগত জানান। তিনি বলেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি, ভারতীয়দের আবেগের মর্যাদা দিতে দর্শনীয় একটি রাম মন্দির তৈরি করা হবে। তাই পুরো ৬৭ একর জমিই আমরা নব গঠিত অছি পর্ষদের হাতে তুলে দিচ্ছি। উত্তরপ্রদেশ সরকার অযোধ্যার অন্যত্র মসজিদ তৈরির জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আলাদা করে পাঁচ একর জমি সুন্নি ওয়াকফ বোর্ডের হাতে তুলে দেবে।

দীপংকর চক্রবর্তীর প্রতিবেদন।

please wait

No media source currently available

0:00 0:00:47 0:00


XS
SM
MD
LG