অ্যাকসেসিবিলিটি লিংক

প্যারিসে জলবায়ু সম্মেলনে নিজেদের দায়িত্ব পালনের দায় স্বীকার করে নিয়েছেন নরেন্দ্র মোদি


প্রধানমন্ত্রি নরেন্দ্র মোদি প্যারিসে পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিশ্ব সম্মেলনে নিজেদের দায়িত্ব পালনের দায় স্বীকার করে নিয়েছেন। কিন্তু দেশের পরিবেশবিদেরা খুব আশ্বস্ত নন। পৃথিবীর পরিবেশ কতটা রক্ষা করা যাবে তা হয়তো স্থির হয়ে যাবে এই সম্মেলনে। কিন্তু বাস্তবে ভারতে পরিবেশের কি অবস্থা? প্রাক্তন পরিবেশমন্ত্রি জয়রাম রমেশ বলেছেন, বনসম্পদ রক্ষা করা আর সেই জঙ্গল কেটে ফেলে কয়লাখনি খোলবার জন্য দাবি ওঠলে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু জঙ্গল ধ্বংস করে ফেলাই রীতি। পরিবেশ বাঁচে না। প্রতিবেশী চিনের রাজধানী বেজিংয়ের মত ভারতের রাজধানী দিল্লিতেও পরিবেশ দূষণ একেবারে বিপজ্জনক মাত্রায় পৌঁছিয়ে গিয়েছে। শিশু-বৃদ্ধেরা তো বটেই দিল্লির কিছু কিছু এলাকায় বিষাক্ত পরিবেশের জেরে অসুস্থ হয়ে পড়ছেন সুস্থ মানুষও। ও দিকে আবার উন্নয়ন ও দারিদ্র্য দূর করবার তাগিদে শিল্পায়নের প্রয়োজনও অস্বীকার করা যায় না। কি তবে সেই মধ্য পন্থা যা পরিবেশ বাঁচিয়েও উন্নয়নের রথকে স্তব্ধ করবে না? আশা, প্যারিস সম্মেলন তার একটা পথ খুঁজে দেবে।

সরাসরি লিংক

XS
SM
MD
LG