শুক্রবার অকস্মাত লাহোরে দেখা হল ভারতের প্রধানমন্ত্রি নরেন্দ্র মোদির সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রি নওয়াজ শরিফের। আকস্মিকতার বিহ্বলতা কাটিয়ে উঠে সারা শনিবার আলোচনা চলল এই সাক্ষাত কি সত্যিই আকস্মিক, না, গোপনে প্রস্তুতি ছিল কিছু দিনের। দু দেশেরই সরকারি ভাষ্য সত্যি হলে তাতক্ষণিক সিদ্ধান্তের তত্বই মেনে নিতে হয়। কিন্তু অন্য মত হল, আসলে বিজেপি আর আর এস এস-এর সম্ভাব্য বিরোধিতা এড়াতেই সাক্ষাতটা গোপনীতার মোড়কে রাখা হল। ঠিক যেমন দুই দেশের নিরাপত্তা উপদেষ্টারা কিছু দিন আগেই গোপনে বৈঠক করলেন ব্যাঙ্ককে। কট্টর পাকিস্তান-বিরোধী আর কিছুটা সংবাদমাধ্যমের চাপের আশঙ্কাও এই গোপনীয়তার পেছনে ছিল। নাহলে ভারত-পাকিস্তানের প্রধানমন্ত্রিরা স্রেফ খামখেয়ালের বশে হঠাত সাক্ষাত করবেন, এটা অচিন্ত্যনীয়। এই তত্ব সত্যি হলে বুঝতে হবে, দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করবার পথে অনেক কাঁটা। যেমন আপত্তি রয়েছে ভারতের শাসক দলের একাংশের, তেমনই পাকিস্তানেও নানা মত। তার ওপর কাশ্মিরের বিচ্ছিন্নতাবাদীদের বাগড়া তো থাকছেই।গৌতম গুপ্তের রিপোর্ট: