অ্যাকসেসিবিলিটি লিংক

সোমালিয়ায় সন্ত্রাসীদের হামলায় অন্তত ২০ জন নিহত


A Somali security man stands looks at the wreckage of a pickup truck near Nasa-Hablod hotel in Mogadishu, Somalia, June 26, 2016.
A Somali security man stands looks at the wreckage of a pickup truck near Nasa-Hablod hotel in Mogadishu, Somalia, June 26, 2016.

সোমালিয়ায় কর্তৃপক্ষ বলেছে সন্ত্রাসীরা মোগাদিশুতে যে হোটেল দখল করেছিল, সেই ঘটনার অবসান হয়েছে। ওই হামলায় সরকারের এক মন্ত্রী সহ অন্তত ২০ জন নিহত হয়।

আল শাবাব চরমপন্থী গ্রুপ ওই আক্রমণের দায় স্বীকার করেছে।

সোমালিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন নিহতদের মধ্যে আছেন দেশের পরিবেশ মন্ত্রী বুরি মোহাম্মদ হামজা।

পুলিশ বলেছে শনিবার নাসো হাবলোড হোটেলের বাইরে সন্ত্রাসীরা একটি গাড়ি বোমায় বিস্ফোরণ ঘটায়। এরপর বন্দুকধারীরা হোটেল ভবনটিতে ঢুকে পড়ে এবং গুলি বর্ষণ শুরু করে ও জিম্মি নেয়। পুলিশ হোটেলে চড়াও হয় এবং বন্দুকধারীদের সঙ্গে গুলিবিনিময়ে লিপ্ত হয়। পুলিশ বন্দুকধারীদের একদম উপরের তলায় এক কোনে করে ঘীরে ফেলে।

প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদ ওই আক্রমণের তীব্র নিন্দা জানান। পবিত্র রমজান মাসে আল শাবাব এই দ্বিতীবার সোমালিয়ায় হামলা চালিয়েছে।

XS
SM
MD
LG