অ্যাকসেসিবিলিটি লিংক

সোমালী রাজধানীতে ট্রাক বোমা বিস্ফোরণে মৃতের সংখ্যা দাড়িয়েছে অন্তত ২৩০


Zoobbe7
Zoobbe7

শনিবার সোমালী রাজধানী মোগাদিশুতে এক প্রচন্ড ট্রাক বোমা বিস্ফোরণে মৃতের সংখ্যা এখন দাড়িয়েছে অন্তত ২৩০এ। সোমালিয়ার সংসদের উচ্চ সভার ডেপিউটি স্পিকার আবশির মোহাম্মদ আহমেদ ভয়েস অফ আমেরিকাকে একথা জানিয়েছেন।

ভয়েস অফ আমেরিকার এক সাংবাদিক সহ ২০০ বেশী মানুষ ওই বিস্ফোরণে আহত হয়েছেন।

সোমালী প্রেসিডেন্ট বলেছেন তাঁর দেশ হতাহত নির্দোষ লোকজনের স্মরণে তিন দিনের জন্য শোক পালন করবে এবং জাতীয় পতাকা অর্ধ নমিত রাখা হবে।

শনিবার সোমালী রাজধানীতে জোবের কাছে ওই বিস্ফোরণ ঘটে।

মোগাদিশুতে ভয়েস অফ আমেরিকার সোমালী সংবাদদাতা আব্দুল কাদের মোহাম্মদ আব্দুলে ওই বিস্ফোরণে আহত হন।

XS
SM
MD
LG