মোগাদিসুতে গুলী করে হত্যা করা হয়েছে রেডিও সাংবাদিক আব্দিয়াজিজ আলী হাজীকে।
শাবেলি রেডিও পরিচালক আবুকার শেইখ মোহামেদ ভয়েস অব আমেরিকাকে জানান দুই অস্ত্রধারী মোটরসাইকেলে এসে মঙ্গলবার সন্ধ্যায় ইয়াকশিদ জেলার একটি স্থানে আলীকে গুলি করে পালিয়ে যায়। পরে সে মারা যায়।
সোমালী সাংবাদিকরা এই হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়ে বিচার দাবী করেছেন।