আরব জাহানের বিভিন্ন দেশে , বিভিন্ন সময়ে কূটনীতিকের দায়িত্ব পালন করেছেন , এক সময়ে লিবিয়াতেও বাংলাদেশের দূতাবাসে পদস্থ কূটনীতিকের দায়িত্ব পালন করেছেন সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমির । তিনি আমাদের সঙ্গে লিবিয়া পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন টেলিফোনে, বলেছেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অনুমোদিত বিমান উড়ান নিষিদ্ধ এলাকা মোতাবেক লিবিয়ার অসামরিক জনগোষ্ঠির ওপর যাতে গাদ্দাফি বাহিনীর পক্ষ থেকে হামলা না হয় , কোনো রকম মানবাধিকার যাতে লংঘিত না হয় , গণহত্যা সংঘটিত না হয় তার নিশ্চয়তা বিধান করার কথা । রাষ্ট্রদূত জমির আরও বলেন, মিশরের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আরব লীগের বর্তমান মহাসচিব আমর মূসার বক্তব্য মোতাবেক , পরিকল্পনা অনুযায়ী অভিযান চলার ব্যাপারে সম্ভবত কিছু বিভ্রান্তি রয়েছে । তবে আমর মূসা ও জাতিসংঘ মহাসচিব বান কি মূন - দু’জনেরই সাংবাদিক সম্মেলনে উত্থাপিত বক্তব্য প্রসঙ্গে সাবেক বাংলাদেশি রাষ্ট্রদূত মোহাম্মদ জমির বলেন, বিমান উড়ান নিষিদ্ধ এলাকার গুরুত্বের কথা স্বীকার করেই তাঁরা বলছেন – যে , প্রস্তাব বাস্তবায়নের প্রক্রিয়ায় যাতে অসামরিক জনগোষ্ঠীকে বোমা বর্ষনের কারনে ক্ষয়ক্ষতির সম্মুখিন না হতে হয় , সে ব্যাপারে অবশ্যই সাবধানতা-সতর্কতা অবলম্বন করা দরকার । রাষ্ট্রদূত মোহাম্মদ জমির বিশ্বাস করেন কোনো দেশের বেলাতে যা করা হচ্ছে না সেটাই যেন অন্য আর এক দেশের ব্যাপারে প্রযোজ্য বলে গন্য না করা হয় ।