অ্যাকসেসিবিলিটি লিংক

টিভি নাটকের বাজেট কমে আসায় উৎসাহ হারিয়ে ফেলছেন অনেক পরিচালক - অভিনেত্রী মোনালিসা


monalisa
monalisa
please wait

No media source currently available

0:00 0:11:18 0:00

বাংলাদেশের সুপরিচিত মডেল এবং অভিনেত্রী মোনালিসা শৈশব থেকেই সাংস্কৃতিক চর্চায় যুক্ত হয়েছিলেন। মায়ের উৎসাহে নাচ শিখতে শুরু করেন, যদিও তার ইচ্ছা ছিল গায়িকা হবার। জাতীয় শিশু অ্যাকাডেমী থেকে যাত্রা শুরু, নাচের প্রতিযোগিতায় প্রথম হয়ে সেই শিশু বয়সেই বাংলাদেশ দলের হয়ে তুরষ্ক সফর করেন। পরে ডিপ্লোমা করেন বুলবুল ললিত কলা অ্যাকাডেমী থেকে। তারপর সুযোগ আসে ফেয়ার অ্যান্ড লাভলী-র প্রসাধন সামগ্রীর মডেল হবার। সারা দেশে মডেল হিসেবে দ্রুত সুপরিচিত হয়ে ওঠেন। দু’ হাজার সালের দিকে তিনি টিভিতে নাটকে অভিনয় করতে শুরু করেন। প্রথম নাটক হানিফ সংকেতের পুত্রদায়। গত দেড় দশকে শত শত নাটক করেছেন, এখনও করছেন। যদিও বর্তমানে তিনি আমেরিকায় বসবাস করছেন। আমেরিকার জীবন সম্পর্কে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়ে বললেন, এখানে একটা চাকুরি পাবার জন্য বাংলাদেশের মত প্রভাব খাটানোর প্রয়োজন পড়ে না, যোগ্যতার স্বীকৃতি আছে। জীবনের সব ক্ষেত্রে আছে শৃংখলা। যা কিনা বাংলাদেশে অনুপস্থিত। বাংলাদেশের টিভি নাটক নিয়ে জানালেন তার উদবেগের কথা। বাংলাদেশে নাটকের বাজেট কমে আসায় ভাল কাজ করার উৎসাহ হারিয়ে ফেলছেন অনেক পরিচালক। নাটকে মেধার প্রয়োগ হচ্ছে না। আর এর ফলে সবাই ক্ষতিগ্রস্থ হচ্ছে।

অভিনেত্রী-মডেল মোনালিসার সাথে কথা বলেছেন ভয়েস অফ আমেরিকার সাংবাদিক আহসানুল হক।

please wait

No media source currently available

0:00 0:11:18 0:00

XS
SM
MD
LG