অ্যাকসেসিবিলিটি লিংক

বৃহস্পতিবার ইরানের পারমানবিক বিষয়ে আরও আলোচনা


ইরানি ও আন্তর্জাতিক আলোচকরা বৃহস্পতিবার আবারও গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করছেন। উভয় পক্ষের কর্মকর্তারা বলছেন যে শেষ পর্যন্ত এমন একটি চুক্তিতে পৌছুনো সম্ভব যা কীনা ইরানের পারমানবিক কার্যক্রম কমিয়ে আনতে পারে। আর এর বদলে আন্তর্জাতিক নিষেধাজ্ঘা তুলে নেওয়া হতে পারে ।

বুধবারের এই জিনিভা আলোচনাটি ছিল দু সপ্তা আগে , প্রথম দফা আলোচনারই সম্প্রসারণ বিশ্লেষকরা বলছেন যে আগেরকার ঐ আলোচনা ব্যর্থ হয় , প্রধানত কারণ , যে ছটি দেশ এই আলোচনায় যোগ দিয়েছে তার মধ্যে ফ্রান্স বলেছে যে বর্তমানে বিবেচনাধীন প্রাথমিক চুক্তি ইরানের ইউরেনিয়াম বিশুদ্ধিকরণ কমানোর ক্ষেত্রে যথেষ্ট নয়।

বুধবার আয়াতুল্লাহ খামেনেই এক ভাষণে বলেন যে ইরান সরকার , তার ইউরেনিয়াম বিশুদ্ধিকরণ অধিকার থেকে একটুকু ও পিছিয়ে আসবে না।

এ দিকে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী জন কেরি বলেছেন যে যুক্তরাষ্ট্র এমন কোন চুক্তি মেনে নেবে না যাতে ইরান তার পারমানবিক সক্ষমতা বৃদ্ধির জন্যে আরও সময় লাভ করে।
XS
SM
MD
LG