অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ানমারে কায়াল সিন বা এঞ্জেল, আজ এক প্রতিবাদী কণ্ঠস্বরের নাম


মিয়ানমারের নিরাপত্তা বাহিনী শনিবার, ইয়াঙ্গুনের কয়েকটি শহরে রাত্রিকালীন পাকড়াও অভিযান চালায় এবং কোনো কারণ না দেখিয়ে কায়ুক্তাদা শহরে ৩ জনকে আটক করেI রবিবার আরো ব্যাপক বিক্ষোভের কর্মসূচি দেয়া হয়েছেI শনিবারের রাত্রিকালীন অভিযান, সটান গ্রেনেড ও কাঁদানে গ্যাস ব্যবহার করার প্রতিবাদে জনগণ আজ ব্যাপক বিক্ষোভে অংশ নিচ্ছেনI

রাষ্ট্রীয় টেলিভিশন শনিবার জানায়, সামরিক কর্তৃপক্ষ কায়াল সিন বা এঞ্জেল নাম পরিচিত মহিলা প্রতিবাদকারী, "যিনি সব ঠিক হয়ে যাবে" টি-শার্ট পরে বিক্ষোভে নেন এবং পরে গুলিতে নিহত হন, তাঁর দেহ পরীক্ষার জন্য কবর থেকে তুলে আনেI
বিক্ষোভে অংশ নেবার সময় তাঁর মাথায় গুলি করা হলে তাঁর মৃত্যু হয়I কায়াল সিন আজ এক প্রতিবাদী কণ্ঠস্বরের নাম, গণ-আন্দোলনের প্রতীক, এই ১৯ বছরের কিশোরী, আজ ঘরে ঘরে উচ্চারিত এক নামI

XS
SM
MD
LG